Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে শিক্ষার্থীর মাঝে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানির বোতল বিতরণ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১২:৩৮ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১২:৪১ PM

bdmorning Image Preview


পটুয়াখালীতে নিরাপদ পানি সংরক্ষণ ও বহন এবং স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যাবহার নিশ্চিত করতে পটুয়াখালীর ১১টি বিদ্যালয়ের ১৫শ' শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্যসম্মত নিরাপদ পানির বোতল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১২টি বিদ্যালয়ের গভীর নলকূপ ও টয়লেট আধুনিকায়ন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে সোমবার এবং মঙ্গলবার এসব উপকরণ বিতরণ করা হয়।

পানি সংরক্ষণের জন্য ৩টি বিদ্যালয়ে বসানো হয়েছে পানির পাম্প। বাংলাদেশ রি-জেনারেশন ট্রাস্ট ইউকের আর্থিক সহায়তায় কলাপাড়া প্রাথমিক শিক্ষা অফিসের তদারকিতে এসব উপকরণ বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান গ্লোবাল উন্নয়ন সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্লোবাল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইজাজ আহমেদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

গ্লোবাল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইজাজ আহমেদ বলেন, সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ বিস্কুট প্রতিদিন বিতরণ করছে। যা শিশুদের পুষ্টির অভাব পূরণ করছে। এ বিস্কুট খাবার পরে প্রচুর পানি পান করলে শিশুদের পুষ্টিগুণ আরো বৃদ্ধি পাবে। তাই নিরাপদ পানি সংরক্ষণ ও বহন করার জন্য শিশুদের মাঝে পানির বোতল বিতরণ করা হয়েছে।

Bootstrap Image Preview