Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমবাগানে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির আদেশ বহাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১২:৩৩ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


কেমিক্যালের ব্যবহার রোধে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আমবাগানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি সংক্রান্ত আদেশ স্থগিত চেয়ে করা আবেদন প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ।

এর ফলে এ সংক্রান্ত হাইকোর্টের দেয়া আদেশ বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের আবেদন প্রত্যাহার করে নেন। গত সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ এ আবেদন করেছিল।

পরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। তিনি বলেন, হাইকোর্টের আদেশ সঠিক হয়েছে। এ কারণে আমরা স্থগিতের আবেদন প্রত্যাহার করে নিয়েছি।

Bootstrap Image Preview