Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিরোশিমায় উড়ে গেল কক্সবাজারে তৈরি ১ হাজার কাগজের সারস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১২:১৬ PM

bdmorning Image Preview


কক্সবাজারের কয়েকশ’ শরণার্থীর বানানো এক হাজার কাগজের সারস হিরোশিমায় উড়ে গিয়ে জাপানের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিয়েছে।

মঙ্গলবার জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইযুমি এবং জাপানের ইউএনএইচসিআরের প্রতিনিধি দিরক হেবেকার শরণার্থীদের তৈরি করা এ বর্ণিল ওরিগামি সারস হিরোশিমা শহরের ভাইস মেয়র শিরো তানির সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে দেন। জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারে আশ্রয় নেয়া মিয়ানমারের শরণার্থীরা শান্তির জন্য প্রার্থনা করে এ কাগজের সারসগুলো বানিয়েছেন।

রাষ্ট্রদূত ইযুমি বলেন, মিয়ানমারের এ মানুষগুলোকে জোরপূর্বক এ চরম সংকটময় পরিস্থিতিতে ফেলা হয়েছে।

Bootstrap Image Preview