Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যা: শম্পার পর সহপাঠী শামীম গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার সন্দেহভাজন আসামি তার সহপাঠী মো. শামীমকে (১৯)গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

সোমবার সন্ধ্যায় ৭টার দিকে তাকে সোনাগাজির চরচান্দিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

ফেনী পিবিআই’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলীম পরিক্ষার্থী।

এর আগে রাফিকে ছাদে ডেকে নেয়া সেই শম্পাকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নুসরাত জাহান রাফি হত্যাচেষ্টার ঘটনায় আলোচিত সেই শম্পা ওরফে চম্পাকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কখন গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

শামীমকে নিয়ে এখন পযন্ত নুসরাত হত্যাকাণ্ডে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বাকিরা হলো- এজাহারভুক্ত আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা (৫৫), মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন (২০) ও শাহাদাত হোসেন শামীম (২০), পৌর কাউন্সিলর মাকসুদ আলম (৪৫), জোবায়ের আহম্মেদ (২০), জাবেদ হোসেন (১৯) এবং আফসার উদ্দিন (৩৫)। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার- কেফায়েত উল্লাহ জনি, সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম, উম্মে সুলতানা পপি, নূর হোসেন ও আলাউদ্দিন।

Bootstrap Image Preview