Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে ৯ দফা দাবিতে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:৪৬ PM

bdmorning Image Preview


নরসিংদীতে প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবিতে পুনরায় আন্দোলনে নেমেছে ইউএমসি জুটমিল শ্রমিকরা।

সোমবার (১৫ এপ্রিল) সকালে জুটমিলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশসহ ৯৬ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন তারা।

সকাল ১০টা থেকে ইউএমসি জুটমিলের মূল ফটকের সামনে শ্রমিক নেতার নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় সরকারের দ্রুততার সাথে ৯ দফা দাবি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

জানা যায়, সকাল ১০টা থেকে শ্রমিকরা জুটমিলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। পরে উত্তেজিত শ্রমিকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ শেষে ইউএমসি জুটমিলের সমাবেশ কার্যালয়ে কিছুক্ষণ বসে তারা সমাবেশে যোগ দেন।

এসময় বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা বলেন, দীর্ঘদিন যাবৎ বকেয়া ভাতা পরিশোধ না করায় চরম অনিশ্চয়তায় জীবন যাপন করছেন তারা।শ্রমিকরা বাসা ভাড়া না দিতে পেরে তাদের পরিবার পরিজনকে নিয়ে খুবই অসহায় অবস্থায় আছেন বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে ইউএমসি জুটমিলের জেনারেল ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ একটি মহলের উস্কানীমূলক কথায় তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাই আমরা উর্দ্বতন কর্মকর্তার কাছে বিষয়টি অবগত করেছি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউএমসি জুটমিল শ্রমিক সংঘঠনের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।

Bootstrap Image Preview