Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবি শিক্ষক শফিউল হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ১১ জন আসামিদের মধ্যে আদালত বাকি আটজনকে বেকসুর খালাস দিয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার আদালতের বিচারক অনুপ কুমার এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- আব্দুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক ও সবুজ শেখ (পলাতক)। বেকসুর খালাসপ্রাপ্ত আসামিরা হলো- জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, সিরাজুল ইসলাম, আল মামুন, আরিফ, সাগর, জিন্নাত আলী, ইব্রাহিম খলিল ও নাসরিন আখতার রেশমা।

রায়ের বিষয়ে অধ্যাপক শফিউল আলমের ছেলে সৌমিন শাহরিদ বলেন, এ রায় নিয়ে আমার কোনও মন্তব্য নেই। কারণ এই মামলার তদন্ত নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এ জন্য রায় নিয়ে আমি এখনই কোনও মন্তব্য করবো না।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মর্তুজা বলেন, মামলায় ১১ জন আসামিদের মধ্যে আদালত তিন জনকে ফাঁসি দিয়েছে। মামলার অন্য আটজনকে বেকসুর খালাস দিয়েছে। আমরা ফাঁসির রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। কারণ যে ৩৪ জন সাক্ষ্য দিয়েছেন, তারা কেউই এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামিদের সম্পৃক্ত রয়েছে এমন কিছু উল্লেখ করতে পারেনি।

রাষ্ট্রপক্ষের পিপি এন্তাজুল হক বাবুল বলেন, আদালত বিচক্ষণ রায় দিয়েছে। আমরা মনে করি এ রায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হত্যার যে সংস্কৃতি তা কমবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ নভেম্বরে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে খুন হন। পরের দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন।

Bootstrap Image Preview