Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদাবর থানার সামনে ছাত্রলীগের সড়ক অবরোধ, একাত্মতা ঘোষণা করলেন ওসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আদাবর থানা ছাত্রলীগের সভাপতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতের দ্রুত গ্রেফতারের দাবিতে আদাবর থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে ছাত্রলীগ। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আজ সোমবার বিকাল ৪টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলে সড়ক অবরোধ করে সন্ত্রাসী হাসু কমিশনার ও তার ভাই কাশেমসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

এ বিষয়ে আদাবর থানার ওসি কাউসার আহমেদ ছাত্রলীগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, মামলার আসামি কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত শনিবার রাত ২টার সময় সন্ত্রাসী হামলায় আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় রাতেই আদাবর থানায় একটি মামলা হয়েছে।

হাসুকে ১ নম্বর আসামি ও হাসুর ভাই কাশেমকে ২নং আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রিয়াজ মাহমুদ। এ ঘটনায় রাতেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

Bootstrap Image Preview