Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯৯৯ এ ফোন, শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরার একটি বাসার ঘরে আটকে পড়া চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

৯৯৯ এ ফোন পেয়ে গতকাল রবিবার রাতে উত্তরার ১৪ নম্বরের একটি বাড়ির তৃতীয় তলা থেকে আয়ান খান নামের শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, শিশুটি আটকা পড়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বাচ্চাটি রুমের ভেতরে কাঁদছে। তারপর অত্যাধুনিক যন্ত্র ডোর ওপেনার ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

তিনি আরও জানান, শিশুটির বাবা ও মা অন্য রুমে টিভি দেখছিলেন। শিশু বাচ্চাটি পাশের রুমে গিয়ে দরজা লক করে দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করেও প্রতিবেশীরা বাচ্চাটিকে উদ্ধার করতে পারিনি। তারপর ৯৯৯ এ কল দেয়।

Bootstrap Image Preview