Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশনের নামে ঘুরে বেড়াচ্ছে 'বোমা'!

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিভিন্ন জায়গায় কাভার্ডভ্যানে গড়ে তোলা হয়েছে ঝুঁকিপূর্ণ সিএনজি ফিলিং স্টেশন। এসব অবৈধ ভ্রাম্যমাণ ফিলিং স্টেশন যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

একটি সিএনজি ফিলিং স্টেশন বসাতে বিভিন্ন কর্তৃপক্ষের অন্তত ১৮টি বিষয়ে অনুমতি ও সম্মতিপত্র লাগে। দুর্ঘটনা এড়াতে দরকার হয় সার্বক্ষণিক পর্যবেক্ষণ। অথচ কোম্পানীগঞ্জের চরকাঁকড়া, মুছাপুর বাংলাবাজারের নিকটবর্তি একটি স্থানে, করালিয়াসহ কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণভাবে গড়ে তোলা হয়েছে অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন। কাভার্ডভ্যানে সিলিন্ডার বসিয়ে পারিচালিত হচ্ছে এসব স্টেশন।

নিষিদ্ধ জেনেও ঝুঁকিপূর্ণভাবে যানবাহনে গ্যাস বিক্রি করছে ভ্রাম্যমাণ স্টেশনগুলো। মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান এলাকাবাসী।

বিশিষ্টজনদের মতে, ফিলিং স্টেশনে সমস্যা হলে তার কারিগরি সমাধান করা হয় কিন্তু যারা খোলা সিলিন্ডারে এই ব্যবসা করছে। তারা কিভাবে এই ঝুঁকিপূর্ণ কাজটি করে যাচ্ছে সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না।

এ বিষয়ে স্থানীয় সচেতন ব্যক্তি আমজাদ হেসেন বলেন, একটি মাইন বিস্ফোরণ হলে যেরকম ক্ষতি হয়, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার চেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি সরকারের যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টি খুব শীঘ্রই তাদের নজরে আনবেন।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসে এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ইউনিটের অপারেটর শামসুজ্জামান জানান, এই বিষয়টি আমাদেরও চোখে পড়েছে. তবে কেউ অভিযোগ করেনি. অভিযোগ করলে আমার কতৃপক্ষের কাছে জানাবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ জানান, আমরা বিষয়টি সরেজমিনে দেখে আইনানুগ ব্যবস্থা নিব।

Bootstrap Image Preview