Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে নানা আয়োজনে মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে পালিত হয়েছে সার্বজনীন উৎসব ‘পহেলা বৈশাখ’। 

রবিবার ভোরে সুর্যোদয়ে সাথে সাথে নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়কে স্কুল, কলেজের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষদের নতুন সাজে দেখা যায়। তাদের সবার গন্তব্য ছিল উপজেলা পরিষদ চত্বরের দিকে। উপজেলা পরিষদ চত্বরে নবীন-প্রবীণ নারী-পুরুষ থেকে শুরু করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সরব উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এছাড়াও  উপজেলার বিভিন্ন  এলাকায় চলছে এ প্রাণের উল্লাস। 

সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এসময় পৌর শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল বারী বারেক, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার অংশগ্রহণকারীদের পান্তাভাত খাওয়ানো হয়।
 

Bootstrap Image Preview