Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছোট্ট তামিম-শাহিনুরের নৌকায় চড়ে বর্ষবরণ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


নরসিংদীতে বাংলা নববর্ষ ১৪২৬ বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে  জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।  শোভাযাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী অংশগ্রহণ করেন। অপরদিকে কোমলমতি শিশুরাও বাহারী রংয়ের রং তুলিতে নিজেদেরকে সাজিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।   

এছাড়া জেলা শিল্পকলায় বাধন হারার পক্ষ থেকে নাটকীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেম্মদ, পিপিএম, ও সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী ও জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান ও বিভিন্ন সাংস্কৃতিক কলা-কৌশলীরা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

ছাড়া নব বর-কনে রুপে  নৌকায় চড়ে জেলার অলিগলিতে ঘুরতে দেখা গেছে তামিম (৫) ও শাহিনুর (৬) নামে দুই শিশুকে।

এদিকে বৈশাখ পালনকে কেন্দ্র জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। 

Bootstrap Image Preview