Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবি

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


নরসিংদীতে ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে সংগঠনেরকর্মী ও শিক্ষার্থীরা। 

এসময় নরসিংদী সরকারি কলেজের এক শিক্ষার্থী হোসেন মাহমুদ বলেন, স্বাধীনতার এত বছর পরে যদি আমরা এখানে বিচারের দাবি নিয়ে দাড়াতে হয় তাহলে কি মূল্য এই স্বাধীনতার। 

দেশে মাদক সেবিদের যেভাবে ক্রসফায়ারে মারা হয়েছে তেমনি কয়েকজন ধর্ষক ও হত্যাকারীকে ক্রসফায়ারে মারা হোক। তাহলে আর কেউ এমন অনৈতিক কাজ করতে সাহস পাবে না। 

এসময় উক্ত সংগঠনের এক কর্মী বলেন, বাংলদেশের প্রত্যকটি বাবা-মা তাদের মেয়েদের নিয়ে শঙ্কিত। আজ কোথাও আমাদের বোনেরা নিরাপদ নয়। বাড়িতে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদেরকে যৌন হয়রানির স্বীকার হতে হয়। ধর্ষকের পরিচয় যেন হয় শুধুই ধর্ষক। কোন আলেম কিংবা মাদ্রাসার হুজুর যেন তাদের পরিচয় না হয়।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। 

এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের ৪ তলায় যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। কিন্তু রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

নুসরাত জাহান রাফির হাত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদী জেলার সকল উপজেলার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।  
 

Bootstrap Image Preview