Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে রোহিঙ্গা নারীসহ আটক ২

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১০:২৯ AM

bdmorning Image Preview


দিনাজপুর পাসপোর্ট কার্যালয়ে ভুয়া পাসপোর্ট করার সময় এক রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কান্তাল গ্রামের বাসিন্দা দবিরুল ইসলাম (৩২) এবং কক্সবাজারের উখিয়া ক্যাম্পে থাকা রোহিঙ্গা নারী সুমিয়া আক্তার (২২)।

দিনাজপুর আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী পরিচালক আজমল কবির বলেন, পাসপোর্ট করতে আসা সুমিয়া আক্তার ও দবিরুলের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সুমিয়া ও দবিরুলকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতয়ালী থানার এসআই প্রভাষ চন্দ্র রায় বলেন,বৃহস্পতিবার বিকালে পাসপোর্ট কার্যালয়ে দিনাজপুর জেলা শহরের রামনগর এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসেন সুমিয়া আক্তার ও দবিরুল ইসলাম। এসময় ওই ২ জনের কথাবার্তায় সন্দেহ হলে কার্যালয়ের কর্মকর্তারা পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের পর  আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। 

Bootstrap Image Preview