Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পহেলা বৈশাখে ধুমপায়ী ও ইভটিজারদের সাজা দিবে ভ্রাম্যমাণ আদালত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview


আসন্ন পহেলা বৈশাখের দিনে ঢাকার যে স্থানগুলোতে মানুষের সমাগম হবে তার সবকটি স্থানেই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপস্থিত থাকবে ভ্রাম্যমাণ আদালত। প্রকাশে ধুমপান করা ও বর্ষ বরণের অনুষ্ঠানে কেউ নারীদের উত্যক্ত করলে তাৎক্ষনিক আইনের আওয়াত আনার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারের আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান।

এ বিষয়ে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসানের সাথে কথা হলে তিনি বিডিমর্নিংকে জানান, আমরা ইতিমধ্যে মাননীয় ডিএমপি কমিশনারের পক্ষে থেকে এ নির্দেশনা পেয়েছি।

কিভাবে অপরাধী চিহ্নিত করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ১৪ এপ্রিল ডিএমপি’র ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন স্থানে উপস্থিত থাকবে। আর তখন কেউ যদি আমাদের কাছে উত্যক্ত করার অভিযোগ করে তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য গ্রহণ করবো আমরা। আর ধূমপায়ীদের বিষয়টি সেদিন সিদ্ধান্ত নেওয়া হবে।  

এছাড়া সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, পহেলা বৈশাখের দিনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিলসহ ঢাকার যে স্থানগুলোতে পহেলা বৈশাখের দিনে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার সব জায়গাতে উপস্থিত থাকবে পর্যাপ্ত সংখ্যক পোশাকে ও সাদা পোশাকে পুলিশ। পাশাপাশি প্রস্তুত থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডিবি ও সিটিটিসি’র সদস্যরা। তাছাড়া রমনা পার্ক, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় থাকবে নৌ পুলিশ ও ডুবরী দল।

Bootstrap Image Preview