Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সবাইকে ফাকি দিতে পারলেও আল্লাহকে ফাকি দিতে পারবো না: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১০:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আমাদের সকলের কাজের জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ফাকি আমরা সবাই সবাইকে দিতে পারবো কিন্তু আল্লাহকে ফাকি দিতে পারবো না। আমরা গতানুগতিকভাবে কাজ করলে কাজে সুফল পাওয়া যায় না।

আজ বৃ্হস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভূমি সপ্তাহ এবং উন্নয়ন মেলার মূল কথা হলো সচেতনতা বৃদ্ধি করা। ভূমি সপ্তাহ এর আগেও হয়েছিল কিন্তু এখন এটা সারাদেশে ভিন্নমাত্রায় শুরু হয়েছে। বাংলাদেশের মানচিত্র যত বড় ভূমি মন্ত্রণালয়ের অবস্থান তত বড়। আমরা যদি পদ্ধতিগত পরিবর্তন করতে পারি তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। এখন মূল বিষয় হচ্ছে মাইন্ডসেট, অবশ্যই প্রথম মাইন্ডসেট চেঞ্জ করতে হবে ভূমি মন্ত্রণালয়ের একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আমাদের ঠিক হতে হবে। গতানুগতিকভাবে কাজ করলে কাজের কোনো সুফল মিলবে না।

সাইফুজ্জামান বলেন, ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার। প্রত্যেক ধর্মেই মানবতার কথা বলা আছে। আসলেই মানবতাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আপনি যদি প্রকৃত মুসলিম হতে চান তাহলে আপনার ঈমান শক্ত করতে হবে। দাড়ি রাখলে,টুপি পড়লে নামাজ পড়লে বেহেশতে যাবেন কোথায় লেখা আছে। ফরজ নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে বেহেশতে যাওয়া যাবে না। কেয়ামতের দিন যার যার হিসেব সে দিবে। সচিব আপনার সাক্ষী দিবেন না। আপনি যা যা করবেন তার হিসেব দিবে আপনার হাত পা।

মন্ত্রী আরও বলেন, কর মেলার সাথে মানবতার সম্পর্ক কি? আপনি দিনের পর দিন মানুষকে ঘুরাচ্ছেন। এটা কি হারাম না? বেতন আপনাদের অনেক বাড়ানো হয়েছে। তাহলে কোন বিবেকের তাড়নায় আপনারা মানুষকে কষ্ট দিচ্ছেন? আমার মতে মানুষকে কষ্ট দেওয়ার মত বাজে কাজ আর নেই।

তিনি বলেন, ফাকি আমরা সবাই সবাইকে দিতে পারবো কিন্তু আল্লাহকে ফাকি দিতে পারবো না। যদি আমরা কেয়ামতে বিশ্বাস করি। আর কেয়ামতে বিশ্বাস না করি তাহলেতো কোনো কথা নেই।

মন্ত্রী বলেন, এই পৃথিবী থেকে যাওয়ার সময় কাফনের কাপড় ছাড়া আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। আপনারা পৃথিবীতে থেকে শুধুমাত্র আমল নিয়ে যেতে পারবেন। সুতারাং ঈমানের সাথে কাজ করে যাওয়া একটি আমল। যত বেশি আমল করবেন তত বেশি অবস্থান শক্ত হবে, সুলেমানি জিন্দেগী পাবেন।

মন্ত্রী আরও বলেন,আমাদের ভালো কাজ করতে হবে। আমাদের মত পদ পদবি আছে তাদের জবাবদিহিতা দুই জায়গায়। সাধারণ মানুষের জবাবদিহিতা এক জায়গায়। আমরা খারাপ কাজ করলে মানুষকে কষ্ট দিলে আমাদের দুই জায়গায় শাস্তিভোগ করতে হবে। ভালো কাজ করলে পুরস্কারও দুই জায়গায় পাওয়া যাবে। আল্লাহর কাছে ও রাষ্ট্রের কাছে। সুতরাং আমাদের ভালো কাজ করা উচিত। তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান, পাটুয়ারি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আব্দুল হান্নান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুন্সি সাহাবুদ্দিন আহমেদ, ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম।

Bootstrap Image Preview