Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিবগঞ্জে অটিস্টিক বিদ্যালয়ের উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৯:৫২ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১০:৪৬ PM

bdmorning Image Preview


বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবির এ বিদ্যালয়ের উদ্বোধন করেন।

এ ব্যাপারে প্রতিষ্ঠাতা পরিচালক জিহাদ হোসেন বলেন, এই অবহেলিত প্রত্যান্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ অনেক প্রতিবন্ধী ছেলে মেয়েরা বসবাস করছে। তাদের ভবিষ্যত জীবনের কথা ভেবে তাদের হাতে কলমে শিক্ষা দিয়ে স্বভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি সে লক্ষে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সমাজসেবক খন্দকার মোঃ রমজান আলী, অত্র অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জিহাদ হোসেন, প্রধান শিক্ষিকা সিরাজুম মনিরা, সহকারী শিক্ষক খন্দকার মাহবুব, মোর্শেদ হিরা, মোঃ নুর ইসলাম, মোছাঃ রেশমা খাতুন, মোছাঃ আফরোজ আক্তার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ওমর ফারুক সোহান, গোলাম রব্বানী।

 

Bootstrap Image Preview