Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের বাইরে দোকানে খাতা নিয়ে উত্তর লিখলো পরীক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুমিল্লা মুরাদনগর উপজেলায় চলমান আলীম (এইচএসসি) পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রের বাহিরে খাতা নিয়ে পরীক্ষা দিয়েছে এক মাদ্রাসা ছাত্র। পরীক্ষার্থীর নাম হাবীবুল হক। তার পরীক্ষা দেওয়ার সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

বৃহস্পতিবার শুশুন্ডা আলীম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শুশুন্ডা আলীম মাদ্রাসা সুপার ও কেন্দ্র সচিব মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

জানা যায়, পরীক্ষা চলাকালে ছাত্র হাবীবুল হক শুশুন্ডা আলীম মাদ্রাসা কেন্দ্রের পার্শ্ববর্তী একটি দোকানে পরীক্ষার খাতা নিয়ে লিখছিলো। এ সময় অন্য একজন মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। পরে এ দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

উপজেলা মাধ্যামক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বিষয়টির ব্যাপারে খোঁজ নিচ্ছি।’

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।’

Bootstrap Image Preview