Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০২:২৭ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০২:২৭ PM

bdmorning Image Preview


হাত বাড়ালেই মিলছে মাদক। স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে সকল বয়সের অনেক মানুষ আজ মাদকে আসক্ত। তারা মাদকের করাল গ্রাসের শিকার হচ্ছেন। এমনি এক পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরমেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে 'আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত সমাজ গড়ি, মাদক কে না বলি' এ শ্লোগানকে সামনে রেখে মাদকের মরণ ছোবল থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে বসুরহাট পৌরসভার উদ্যোগে এ মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হসশ

র‌্যালিটি বসুরহাট পৌরসভা প্রবেশ পথ  থেকে শুরু হয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে শিশু–কিশোর থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

অন্যান্যের মধ্যে র‌্যালিতে অংশগ্রহণ করেন, পৌর মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খাঁন, সম্পাদক নুর নবী চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।

এসময় সমাবেশে অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউসহ বিভিন্ন সংগঠন। 

Bootstrap Image Preview