Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে বিশ্ব পানি দিবস পালিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১২:৫৮ PM

bdmorning Image Preview


নরসিংদীতে জেলা প্রশাসকের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ উপলক্ষ্যে একটি র‍্যালি সার্কিট হউজ থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে নরসিংদীর জেলা প্রশাসকের সকল কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, সকল সহযোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে দেশের পানি সম্পদের যথাযত সংরক্ষণ এবং ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া আয়োজনটির মূল আকর্ষণ ছিল সুনিপুণভাবে অঙ্কিত অসংখ্য প্ল্যাকার্ড, শ্লোগান এবং ব্যানার। যার প্রতিটিই পানি সম্পদের কোন বিশেষ বিষয়ের উপর গুরুত্ব  দিয়ে বানানো।

র‌্যালিটিতে পানি সম্পদের সঠিক সংরক্ষণ ও ব্যবহার করার উপর গুরুত্ব দিয়ে কথা বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনডিসি শাহালম ও সদর থানার পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন ও গণমাধ্যমকর্মী রুদ্রসহ বিভিন্ন স্কুলের সকল ছাত্রছাত্রীবৃন্দরা।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন খালবিল ও নদী শুকানো বিষয়ে আলোচনা হয়।  

Bootstrap Image Preview