Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে পেশাদার চালক তৈরি করতে ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১২:২৪ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


নরসিংদীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক ২ দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) নরসিংদী জেলা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ মিরাজ উদ্দিন আহমেদ, এনডিসি শাহআলম, ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তা গোলাম মাওলা, বিআরটির সহকারী পরিচালক মোঃ মইদুল ইসলাম, মোটরযান পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, উচ্চমান সহকারী মোঃ ইমদাদুল হক শামীম, মোঃ শফিকুল ইসলাম, মোয়জ্জেম ও সীলম্যান এর দায়িত্বে থাকা মোঃ মিলটনসহ প্রমুখ।

কর্মকর্তা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জেলা কমিটির সভাপতি সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পালিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহআলম, নরসিংদী বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ মইদুল ইসলাম, পরিবহন ও মোটরযান পরিদর্শক মো: শাখাওয়াত হোসেন, জেলা ট্রাফিক পরিদর্শক গোলাম মাওলা প্রমুখ।

এসময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সচেতন ও পেশাদার চালক তৈরি হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে।

তিনি আরও বলেন, দ্রুততার সাথে চালকদের ড্রাইভিং লাইসেন্স করে ও প্রশিক্ষণ নিয়ে সড়কগুলোতে গাড়ি চালানোর অনুরোধ জানান।

নরসিংদী বিআরটিএ আয়োজিত ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় পরিবহনে কর্মরত চালকরা একমত প্রকাশ করে এতে অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview