Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা উদ্যানে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৯:২১ AM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৯:২১ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর ঢাকা উদ্যানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. নবী হোসেন (৪৭) নামে এক জন নিহত হয়েছে।

র‌্যাবের দাবি, নিহত নবী হোসেন মাদক ব্যবসায়ী। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে।

এ বিষয় র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ভোরে ঢাকা উদ্যান এলাকায় র‌্যাবের চেকপোস্ট চলছিল।

ভোর সোয়া ৫টার দিকে একদল অস্ত্রধারী র‌্যাবকে লক্ষ্য করে গুলি করতে থাকে।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী নবী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ঘোষণা করেন। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview