Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার নরসিংদীতে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ১০ টি দোকান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১২:৩৯ PM

bdmorning Image Preview


নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুর মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে,

আজ বুধবার ভোররাতে হাসিমপুর মৌলভীবাজারে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

ক্ষতিগ্রস্তরা হলেন- জামাল উদ্দিনের কাঠ ও কফি হাউজ, তাজুল ইসলামের গরুর খাবার, নাজিম উদ্দিনের গরুর খাবার, বাছেদ মিয়ার গরুর খাবার, পাভেল মিয়ার গরুর খাবার, আব্দুর রহিম মুরগীর দোকান, এনামূল হক সরকারের চাউলের দোকান, ছাদেক মিয়ার সাউন্ড সিস্টেম, কামাল মিয়ার রাইচ মিল।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে  সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেট মালিক জামাল উদ্দিন আহমেদ ও অলিউল্লাহ বলেন, এই বাজারে আমাদের ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

এই বিষয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের লিডার কাজি মো. নোমান বলেন,  বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview