Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেন্ট্রাল হাসপাতালে 'ভুল চিকিৎসায়' জাবি ছাত্রীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৭:৩৪ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফারিহা নুসরাত জেরিন নামে এক ছাত্রী চিকেন পক্সে আক্রান্ত হয়ে মারা গেছে। সে জাবির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ এপ্রিল) রাত ১০টায় তিনি মারা যান।

জেরিন তার পরিবারের সঙ্গে ধানমণ্ডির সেন্ট্রাল রোডে থাকতেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এবিষয়ে সেন্ট্রাল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আতিয়া বেগম বলেন, চিকেন পক্সে মারাত্মকভাবে আক্রান্ত অবস্থায় রবিবার (৭ এপ্রিল) জেরিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির ২-৩ ঘণ্টা পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে পাঠানো হয়।

পরে রবিবার রাত ১০টা থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত দীর্ঘ ২৪ ঘণ্টা আইসিইউতে চিকিৎসা নেয়ার পর জেরিনের মৃত্যু হয়।

তবে জেরিনের সহপাঠীদের অভিযোগ, তাকে ভুল চিকিৎসা দেয়া হয়েছিল।   

এ অভিযোগের বিষয়ে ডা. আতিয়া বলেন, জেরিন যখন হাসপাতালে ভর্তি হয় তখনই তার অবস্থা খুব খারাপ ছিল। ভর্তির কিছুক্ষণ পর তার নাক-মুখ দিয়ে (ইন্টারনাল) রক্তক্ষরণ শুরু হয়।

তিনি আরও বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ৪ জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত করে তাকে সেবা দেয়ার ব্যবস্থা করি। ভুল চিকিৎসা কিংবা চিকিৎসার গাফিলতি ছিল এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 

মেয়ের এমন মৃত্যুতে মা বারবার জ্ঞান হারাচ্ছেন। আর বাবা বাকরুদ্ধ অবস্থা হওয়ায় এবিষয়ে জেরিনের পরিবারের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

Bootstrap Image Preview