Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বছর পর সেই ব্রিজেই দাদির মতোই ট্রাকচাপায় প্রাণ গেল আছিয়ার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাপায় আছিয়া ছৈয়াল নামের স্কুল ছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজারের সামনে বেইলি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। গত বছর একই ব্রিজের উপর আলুর ট্রাকের চাপায় আছিয়ার দাদিরও মৃত্যু হয়।

নিহত আছিয়া ছৈয়াল (১৬) নওপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে নওপাড়া গ্রামের আলমগীর ছৈয়ালের মেয়ে।

আছিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী লৌহজং-নওপাড়া সড়ক অবরোধ করে মানববন্ধন করে এবং সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ডা. মোসলেম খান মন্টু জানান, সোমবার সকালে প্রথম সাময়িক পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয় আছিয়া। সে নওপাড়া বাজারের সামনে বেইলি ব্রিজের ওপর উঠলে অপর দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক আছিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আছিয়া নিহত হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ওই স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী সেখানে গিয়ে ট্রাকের চালক দ্বীন ইসলামকে আটক করে।

খবর পেয়ে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তিনি মানববন্ধনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বিচার করার আশ্বাস দিলে তারা মানববন্ধন উঠিয়ে নেয়।

Bootstrap Image Preview