Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রংপুরে ছাত্রাবাস থেকে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


রংপুর নগরীর নীলকণ্ঠ এলাকার একটি ছাত্রাবাস থেকে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালি থানা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট কাওছার আলী, ছাত্রাবাসের মালিক ও জামায়াত কর্মী সোহেল রানা লিমন, শিবিরকর্মী মেজবাহুল হক, ইয়াহিয়া মাহমুদ, তাজুল ইসলাম ও খানসামা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম মাহামুদুর রহমান।

সোমবার (৮ এপ্রিল) রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রবিবার দিবাগত রাতে নগরীর নীলকণ্ঠ এলাকার মুহিত ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কোতোয়ালি থানা জামায়াতের সাবেক আমিরসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও বলেন, ওই ছাত্রাবাস থেকে দুই বস্তা জামায়াত-শিবিরের কার্যক্রম পরিচালনার রেজিস্টার, সদস্যদের নামের তালিকা, চাঁদা আদায় রশিদ, ব্যানার, পোস্টার, লিফলেট, সদস্য সংগ্রহ ফরম, দু'টি মোটরসাইকেল, ৮টি বাইসাইকেল ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া জামায়াত-শিবির কর্মীরা রংপুরে নাশকতার পরিকল্পনা নিয়ে একত্রিত হয়েছিল বলে জানান তিনি। 

Bootstrap Image Preview