Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিতার পৈতৃক জমি ভাগ করা নিয়ে সংঘর্ষে বড় ভাই আব্দুল খালেককে (৬৫) পিটিয়ে হত্যা করেছে আপন ছোট ভাই আব্দুল লতিফ (৪৩) ও লতিফের বড় ছেলে একরামুল।

রবিবার (৭ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত নূর বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাহাপুর গ্রামের মৃত নূর বক্সের দুই ছেলে আব্দুল খালেক ও লতিফের মধ্যে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে রবিবার (৭ এপ্রিল ) বিকেলে জমি মাপের আয়োজন করা হয়। জমি মাপের এক পর্যায়ে দুই ভাই খালেক ও লতিফ তর্কে জড়িয়ে পড়ে। তর্কাতর্কির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে বড় ভাই খালেককে ছোট ভাই আব্দুল লতিফ ও তার ছেলে একরামুল লাঠি সোটা ও রড দিয়ে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই খালেক মারা যায়।

সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর জানান, ঘটনার পর থেকেই ঘাতক আব্দুল লতিফ ও তার ছেলে একরামুল পলাতক রয়েছে। তাদের আটক করতে পুলিশি অভিযান চলছে।  

Bootstrap Image Preview