Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শত্রুতার বিষে ধ্বংস মাছ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview


বগুড়ার শিবগঞ্জ উপজেলার পশ্চিম সৈয়দপুর ভাটরা গ্রাামে পূর্ব শত্রুতার জের ধরে সরকারি ১০ বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ ধ্বংস করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে শক্রতার জের ধরে প্রতিপক্ষরা কৌশলে পুকুরের পাহারাদারকে সরিয়ে দিয়ে ৩০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ ধ্বংস করে।

জানা যায়, উপজেলার পিরব ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর ভাটরা গ্রামের সরকারি ১০ বিঘা পুকুরটি অত্র গ্রামের মৎস্যজীবী সমিতির সভাপতি মুকুল মন্ডল উপজেলা জলমহল কমিটি থেকে সর্বোচ্চ ডাকে ডিসিআর মূলে মাছ চাষ করছেন।

এ ব্যাপারে অত্র পুকুরের ইজারাদার মুকুল মন্ডল বলেন, একই গ্রামের প্রতিপক্ষ দবির মুন্সি, গণিক প্রধান ও পলাশ তারা কৌশলে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। থানায় মামলার প্রস্ততি চলছে।

Bootstrap Image Preview