Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্র কবরে গিয়ে পদক দিয়ে আসবে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, বিএফডিসি থেকে
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০২:০০ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


ঢাকাই সিনেমার মিঞা ভাই খ্যাত নায়ক আকবর হোসেন খান পাঠান (ফারুক) টেলিসামাদের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে বলেছেন, দেশের চলচিত্র অঙ্গনের জন্য তিনি যা করেছেন তার জন্য তাকে অনেক আগেই রাষ্ট্রের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক দেওয়া উচিত ছিল।কিন্তু জীবিত অবস্থায় তাকে সে পদক দেওয়া হয়নি।

রবিবার বিএফডিসিতে টেলি সামাদকে শেষ বাড়ের মতো শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন। 

নায়ক ফারুক বলেন, বন্ধু হারানোর বেদনা অনেক কঠিন। তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। চলচ্চিত্র অবদানের জন্য যাদেরকে পদক দেয়া হয় সেটা শুধু প্রধানমন্ত্রীর না এটা তৈরি করেন চলচ্চিত্র জগতের লোকেরা। তারা এতদিন এটা দেননি।কেন দেননি? এটা আমরা জানি না। কেন এই বৈষম্য তৈরী করা হলো? তাদের চোখ কেন অন্ধ ছিল।

তিনি বলেন, তার প্রতি এই আচরণ করে অন্যায় করা হয়েছে এখন সে মারা গেছে হয়তো কিছুদিন পরে তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়া হবে। কবরে গিয়ে সেই পদক দিয়ে তিনি কি করবেন।

তিনি বলেন, সত্য কথা বললে অনেকের মুখ কালো হয়ে যায় কিন্তু সত্য তো বলতেই হবে। চলচ্চিত্র অঙ্গনকে অবশ্যই সুনামের দিনে ফিরিয়ে নিতে হবে। এ জন্য যা যা করণীয় রাষ্ট্রকে সে ব্যবস্থা করতে হবে।

Bootstrap Image Preview