Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেঘনায় মাছ শিকার, ১৮ জেলের দণ্ড

আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে মৎস্য সংরক্ষণ আইনে ৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং ১৪ জেলেকে প্রত্যেকের তিন হাজার টাকা হারে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মজুচৌধুরী হাট মাছঘাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা। একই সময়ে মাছ ধরার কাজে নিয়োজিত ১৯ শিশুকে আটক করা হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নুর সোলেমান (১৯), পিতা- মিলন মাঝি, আবু ছায়েদ (৩৬), পিতা- ছিদ্দিক পাটোয়ারী, সাহাবুদ্দিন (৪০), পিতা- কাশেম মাঝি, মোঃ হোসেন (৩০), পিতা মৃত আবদুল হাসেম। এরা ভোলা জেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সাজা পরোয়ানা বলে তাদেরকে কারাগারো পাঠানো হয়েছে।

জরিমানার দণ্ডপ্রাপ্তরা হলেন, আলা উদ্দিন, পিতা- দুলাল মাঝি, মোঃ মোস্তফা, পিতাঃ চাঁন মিয়া, মোঃ সুমন, পিতা নুর ইসলাম মাঝি, মোঃ সুফিয়ান, পিতা- আবদুল কাদের, মোঃ মুসলিম পিতা- মোকলেছুর রহমান, মোঃ জাফর, পিতা- আবদুল হাসেম, মোঃ আক্তার হোসেন, পিতা- মোঃ হানিফ, মোঃ মিলন, পিতা- মোঃ জাহাঙ্গীর, মোঃ লিটন পিতা- মোঃ জাহাঙ্গীর, (১০) মোঃ আজাদ, পিতাঃ মোজাম্মেল, মোঃ শাহজালাল, পিতা- তোফাজ্জল হোসেন, মোঃ মনির, পিতা- মোঃ ছাদেক, জাহাঙ্গীর, পিতা- নুর ইসলাম, মোঃ হাসেম, পিতা-জাহাঙ্গীর।

তারা সকলে লক্ষ্মীপুরের কমলনগর ও ভোলা জেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এদের প্রত্যেককে তিন হাজার টাকা হারে জরিমানা করা হয়েছে।

এর আগে গতকাল দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে কোস্টগার্ড, মৎস বিভাগ ও নৌ পুলিশ।

এ সময় ইঞ্জিনচালিত ছয়টি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফার উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, আইন অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে কোস্টগার্ড, মৎস বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে কারাদণ্ড এবং ১৪ জেলেকে ৩ হাজার করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা সিনিয় মৎস কর্মকর্তা সরওয়ার জামান, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শাহ জামাল উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview