Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে তিন জুয়ারির কারাদণ্ড

সোহেল রানা, হিলি প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে তিন জুয়ারুকে আটক করা হয়েছে। পরে তাদের তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আলীহাট ইউনিয়নের বাশমুড়ি বাজার নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আজ শনিবার তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।

আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার বাশমুড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আজগর আলী (৪৮), তোজাম আলীর ছেলে আব্দুস সালাম (৩৫), মৃত মসলেম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪৫)।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল রাফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাশমুড়ি বাজার নামক স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বাজারে প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার সময় ঐ তিন জনকে আটক করা হয়। আটকের পর তাদের এই সাজা প্রদান করা হয়। তিনি আরো জানান জুয়া বন্ধে অভিযান অব্যহত রয়েছে।

Bootstrap Image Preview