Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে বাসের ধাক্কায় সাংবাদিক সোমেন গুরুতর আহত

আমানুল্লাহ আমান
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview


রাজশাহীতে বাসের ধাক্কায় দৈনিক রাজবার্তার স্টাফ রিপোর্টার শ্রী সোমেন মণ্ডল গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালের সামনে (রাজশাহী-ঢাকা মহাসড়ক) এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, জাহাঙ্গীর পরিবহণের একটি বাস টার্মিনাল থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে চলন্ত সাংবাদিককে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে। তবে চালক ও হেলপার পালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস টার্মিনালের সামনে সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সে সময় একটি বাস টার্মিনাল থেকে বের হচ্ছিল। এমন সময় সামনাসামনি ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

বোয়ালিয়া মডেল থানার এসআই নাসির উদ্দীন বিডিমর্নিংকে জানান, বাসটিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সড়ক পরিবহণ মালিক সমিতির রাজশাহী জেলার সহ-সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর (বিপ্লব) বিডিমর্নিংকে বলেন, বাস ঘুরাতে গিয়ে দুর্ঘটনা ঘটে গেছে। আমরা আহত সাংবাদিককে যতটুকু পারি আর্থিকভাবে সহযোগিতা করব।

Bootstrap Image Preview