Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে রাজাকারের নামে মাদ্রাসা ভবন নির্মাণের অভিযোগে মানববন্ধন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে অবস্থিত সুনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছোলনা সালামিয়া দাখিল মাদ্রাসার এতিমখানার একটি ভবনের রাজাকারের নামে নামকরণ, শিক্ষক নিয়োগে বাণিজ্য ও মসজিদ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বোয়ালমারী সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে মাদ্রাসার প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে দাবি করা হয়, স্বাধীনতা বিরোধী, রাজাকার আঃ সামাদ মিয়ার পুত্র মোঃ গিয়াস উদ্দিন মিয়া বেনু ২০ বছর ধরে মাদ্রাসাটির কমিটি কুক্ষিগত করে রেখেছে। নিজের খেয়াল খুশি মত গোপনে কমিটি করে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছে সে। এরই ধারাবাহিকতায় নিজের পিতা রাজাকার, যুদ্ধ অপরাধী আব্দুস সামাদ মিয়ার নামে একটি ভবনের নামকরণ ছাড়াও মাদ্রাসাটির শিক্ষক নিয়োগে বাণিজ্যসহ মসজিদ নির্মাণে আয়-ব্যয় এবং মাদ্রাসার বাৎসরিক আয়-ব্যয় নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন মানববন্ধনের বক্তারা।

বোয়ালমারী পৌর সদরের ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মানোয়ার হোসেন চৌধুরী, হাবিবুল্লাহ চৌধুরী মিলন, মনির হোসেন, কামরুল ইসলাম, রেজাউল ইসলাম, দিপু মিয়াসহ এলাকার সচেতন নাগরিক সমাজ।

বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জহুরুল হক বলেন, আব্দুর সামাদ মিয়া একজন স্বাধীনতা বিরোধী লোক বলে জানি। এলাকায় তাকে নিয়ে অনেক বিতর্কও রয়েছে।

বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আব্দুর রশিদ বলেন, আব্দুর সামাদ মিয়া শান্তি কমিটির লোক ছিলেন। আবু সাইদ খাঁনের লেখা “মুক্তিযোদ্ধে ফরিদপুর” নামক বইতেও শান্তি কমিটির লোক হিসেবে তার নাম উল্লেখ আছে।

Bootstrap Image Preview