Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

সৈয়দ রোকনুজ্জামান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত।

এ সময় অবৈধভাবে গড়ে উঠা ৪টি বসতঘর উচ্ছেদ করা হলে, পুলিশের ওপর হামলা চালায় এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এতে ২ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে ভুক্তভুগীরা দাবি করছেন, তারা সরকারের কাছ থেকে বৈধভাবে ১শ' বছরের জন্য জায়গা লিজ নিয়েছেন। তা সত্ত্বেও কোন নোটিশ ছাড়ায় তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করছেন তারা।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ্রত কুমার সরকার জানান, ওই এলাকায় বন বিভাগের অনেক জায়গা ভূমি দস্যুরা দখল করে স্থাপনা নির্মাণ করেছে। এই সব স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার দুপুরে বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যায় উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের নেতৃত্বে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। এসময় গ্রামবাসী অবৈধ স্থাপনা ভাঙ্গতে বাধা দেয়।

বাকবিতন্ডার এক পর্যায় গ্রামবাসী একত্রিত হয়ে উচ্ছেদ কারিদের উপর হামলা চালায়। এসময় পুলিশের কসন্টেবল ৩ জন, বন বিভাগের ২জন ও গ্রামবাসী ৪ জনসহ মোট ৯ জন আহত হয়। এদের মধ্যে শটগানের গুলিতে আহত দুই জন গ্রামবাসীর অবস্থা আশংকা জনক।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মশিউর রহমান পুলিশের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোঁড়ার কথা তার কাছে স্বীকার করেছে। 

Bootstrap Image Preview