Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষা শুরুর আগ মুহুর্তে আত্মহত্যার চেষ্টা শিক্ষার্থীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০১:১২ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীতে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে নুসরাত জাহান নামে এক আলিম পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাগাজী ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষার্থী উপজেলার চরছান্দিয়া গ্রামের আবু মুসার মেয়ে ও সোনগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী।

জানা যায়, পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে মাদ্রাসার তিনতলা ভবনের ছাদে উঠে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই শিক্ষার্থী। পরে চিৎকার করতে করতে নিচে নেমে এলে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত রাসেল নামে এক পুলিশ কনস্টেবল ও মাদ্রাসা পিয়ন মোস্তফা তার শরীরের আগুন নিভিয়ে ফেলেন।  

তাৎক্ষণিকভাবে তাকে মাদ্রাসা ও প্রশাসনের লোকজন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরুল আমিন জানান, মেয়েটির শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গেছে। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ ও সোনাগাজী পৌর কাউন্সিলর নুর নবী লিটন।

নির্বাহী কর্মকর্তা বলেন, ‘পরীক্ষার ঠিক আগ মুহূর্তে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে আমরা এসেছি। বিস্তারিত পরে জানা যাবে।’

এ ঘটনার চারদিন আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। পরে এ ঘটনার মামলায় ওই অধ্যক্ষ এখন কারাগারে আছেন।

Bootstrap Image Preview