Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেঁয়াজের বস্তায় ১৫০০ বোতল ফেনসিডিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় একটি পেঁয়াজ বোঝাই ট্রাক থেকে প্রায় দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ মার্চ) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার চালিথা গ্রামের মৃত কাওছার আলী সরদারের ছেলে রেজাউল ইসলাম ওরফে বাবু (৩৫) এবং সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মফিজুর হোসেন(৩১)।

এই বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চোরাকারবারীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে,পেঁয়াজের বস্তার সাথে ৬ বস্তা (এক হাজার ৪৫০ বোতল) ফেন্সিডিল ও চোরাকারবারীসহ ট্রাকটি আটক করা হয়।

তিনি আরও জানায়, ট্রাকটি ভোমরা সিদ্দিক ট্রান্সপোর্টের মাধ্যমে পিয়াজের সাথে ফেন্সিডিল পাচার করছিল। পাচারের সাথে জড়িত মূল হোতাদের আটকের চেষ্টাও চলছে।এই ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview