Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেঁয়াজের গাড়িতে ১৪৫০ বোতল ফেনসিডিল

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় পেঁয়াজের ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে থানা পুলিশ। এই সময় গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।

আজ শুক্রবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ধলবাড়িয়া নামক স্থান থেকে ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, কালিগজ্ঞ উপজেলার চালিতাবাড়ি গ্রামের কওছার আলী খাঁনের ছেলে মোঃ রেজাউল করিম বাবু (৩৫) ও সদর উপজেলার আলিপুর (মিস্ত্রপাড়া) গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মফিজুল হোসেন (৩০)। 

জানাযায়, পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) নির্দেশে সহকারী পুলিশ সুপার জনাব মোঃ হুমায়ুন কবির ও তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল এর নেতৃত্বে  গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিয়াজ মোহাম্মদ খাঁন,এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ আল-আমিন, এএসআই মোঃ সেলিম রেজা সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার সকাল আনুমানিক ৫টার দিকে ভোমরা হতে আসা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ধলবাড়িয়া নামক স্থানে গাড়ি চেকিংকালে অভিনব কায়দায় সাতক্ষীরা-ট ১১-০১০১ নং ট্রাকের পেঁয়াজের বস্তার ভিতরে রাখা ১৪৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গাড়ির ড্রাইভার রেজাউল করিম বাবু ও হেলপার মফিজুল হোসেনকে(৩০) আটক করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী রাসেল জানান, আটককৃত ২ জন আসামি, ফেনসিডিল ও ট্রাকটি থানায় রাখা আছে। তাদের  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। 

Bootstrap Image Preview