Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ অ্যাম্বুলেন্স জব্দ

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১০:৫৯ AM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে ১০০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায়  উপজেলার প্রতাপপুর গ্রামের গলায়দড়ি সেতুর কাছে ফেনসিডিল ও গাঁজাসহ অ্যাম্বুলেন্স জব্দ করে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।

পুলিশ জানায়, দামুড়হুদার সীমান্ত এলাকা দিয়ে মাদকের বড় চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে গলাইদড়ি সেতু এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় কুড়ালগাছি হয়ে দর্শনাগামী একটি অ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো গ-১৪-৫৩৭৭) দাড়ানোর জন্য সিগনাল দেয় পুলিশ। পুলিশের সিগনাল অমান্য করে অ্যাম্বুলেন্সটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ অ্যাম্বুলেন্সটির পিছু ধাওয়া করে পুলিশ।

পুলিশের ধাওয়ায় মাদক পাচারকাররিরা এক পর্যায়ে নিজেদের অবস্থা বেগতিক দেখে অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করে থানায় নেয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, অ্যাম্বুলেন্সটি কোন হাসপাতালের নাকি কোন ক্লিনিকের সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আর পালিয়ে যাওয়া পাচারকারীদেরও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলানো হচ্ছে।

ওসি আরও জানান, এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

Bootstrap Image Preview