Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি, গ্রেফতার ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


গণপূর্ত বিভাগের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১টার দিকে সিজিএস ভবনের ২য় তলার গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অফিস কক্ষের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ১৫ নেতাকর্মী হলেন- মো. ইলিয়াস (২৮), মো. রাতুল হাসান রানা (২৪), সজীব খন্দকার (২৩), মো. হাসান মুরাদ (৩২), আবুল মনছুর (২৯), শাহ মোহাম্মদ (৩২), মো. সামসুদ্দিন (৩৯), মোহাম্মদ ফাইজুল ইসলাম (২২), মো. জামশেদ (২৫), মো. জালাল (৩৫), ফয়সাল খান (২০), মো. ইউসুফ (১৮), মো. রাকিব (১৯), মো. জসিম উদ্দিন (৩৮) ও মো. নুরুন্নবী (২৯)।

তাদের মধ্যে মো. ইলিয়াস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। অন্যরা ডবলমুরিং এলাকায় নিজেদের ছাত্রলীগ-যুবলীগের কর্মী পরিচয় দেন বলে জানান পুলিশ।

জানা যায়, মোগলটুলি এলাকার সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুর নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কিছু কর্মী গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অফিস কক্ষের সামনে যান। ওখানে আগে থেকে ছিলেন পারভেজসহ আরেকটি গ্রুপ। পরে টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, গণপূর্ত বিভাগের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে অংশগ্রহণকারী দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১৫ জনকে গ্রেফতার করেছে। দণ্ডবিধির ১৫১ ধারায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview