Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিএমপি’র অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৭৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত ৭৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ ।

গ্রেফতারের সময় আটককৃতদের হেফাজত হতে ২১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৬১ গ্রাম ১৪৩২ পুরিয়া হেরোইন, ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ২৪ ক্যান বিয়ার, ৬ লিটার দেশী মদ ও ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)মোঃ ওবায়দুর রহমান জানান, ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ ৩ এপ্রিল সকাল ৬টা থেকে ৪ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত এক বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ ৭৯জন সেবনকারীকে আটক করতে সক্ষম হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।

তিনি আরো বলেন, দেশনেত্রী শেখ হাসিনার মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই অভিযান চলমান থাকবে।

Bootstrap Image Preview