Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমার সব শেষ, আর কিছুই রইল না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর খিলগাঁও বাজারে লাগা আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয় নি তবে লাখ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৈশাখ ও ঈদকে সামনে রেখে দোকানগুলোতে মালামাল তোলা হয়েছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।

বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আজ বৃহস্পতিবার সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিন সকাল থেকেই বাজারের সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। তাদের চোখেমুখে সর্বস্বান্ত হওয়ার উদ্বিগ্নতা। মলিন চেহারায় তাকিয়ে আছেন পুড়ে যাওয়া দোকানগুলোর দিকে। তাদের মধ্যে বাজারের সামনে বসে বিলাপ করতে দেখা যায় অনেককে। এর ফলে কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে খিলগাঁও কাঁচা বাজারের পরিবেশ।

ক্ষতিগ্রস্ত এক দোকানি বলেন, ‘রাত ৩টা বাজে আমার রুমমেট আমাকে জানায় আগুন লেগে আমাদের দোকানের সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এর পরে এসে দেখি, আব্বা বাড়ি থেকে দোকানের জন্য টাকা এনে পণ্য উঠিয়েছিল, তার কিছুই নাই। সব শেষ।’

আরেকজন দোকানি বলেন, ‘এটাই আমার শেষ সম্বল ছিল ভাই। সব শেষ হয়ে গেছে আমার।’ 

ক্ষতিগ্রস্তদের আরেক দোকানি বলেন, ‘রমজান মাস সামনে রেখে আমরা অনেক বেশি পণ্যই দোকানে রেখেছিলাম। প্রায় ২০ লাখ টাকার মাল ছিল। এখন সব শেষ।’

আরেকজন ব্যবসায়ী বলেন, ‘ক্ষতির পরিমাণ অধিক। বলতে গেলে মাত্রারিতিক্ত পরিমাণ ক্ষতি হয়েছে। অনেকের আর কিছুই রইল না। সব শেষ।’ তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কেউ কেউ আবার জীবিকার একমাত্র অবলম্বন শেষ সম্বলটুকু কতটুকু রক্ষা করা সম্ভব সেই চেষ্টা করেও ফিরছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই বাজারে আগুন লাগার আশঙ্কা করছেন তারা। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Bootstrap Image Preview