Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এফআর টাওয়ারের ২১ তলা থেকে নিচে পড়ে যেভাবে বেঁচে ফিরলেন রিজওয়ান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview


গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় সুউচ্চ ভবন থেকে পড়ে যাওয়া ব্যক্তিদের একজন রিজওয়ান আহমেদ (৩৫)। ভবনের ২১তলা নিচে নামতে গিয়ে হাত ফসকে পড়ে যান তিনি। বাম পা, ডান হাত ও দুই কলারবোন ভেঙে গেলেও প্রাণে বেঁচে যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন রিজওয়ান আহমেদ জানালেন সেদিনের বিভিষিকাময় মুহূর্তের কথা, কীভাবে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সে কথা।

ঝুঁকি নিয়ে ২১ তলা বেয়ে নিচে নামার বণর্নায় তিনি বলেন, ‘আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। দম আটকে যাচ্ছিল। তাই ২১তলা থেকে কার্নিশ বেয়ে নিচে নামার ঝুঁকি নিয়েছিলাম।’

তিনি বলেন, এয়ারকন্ডিশন সংলগ্ন কার্নিশ বেয়ে ঝুলে একটু নিচে নেমে আসি। পাশেই লোহার পাইপ দেখে আশ্রয় হিসেবে সেটি দু’হাত দিয়ে সেটি জড়িয়ে ধরি। আর তখনই বুঝতে পারি যে এটা বেশিক্ষণ ধরে রাখতে পারব না। কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না।

আগুনের তাপে পাইপটি তীব্র গরম হয়ে যাওয়ায় সেটি আর ধরে থাকতে পারেননি রিজওয়ান। হাত ফসকে পড়ে যান।

তিনি সেই ভয়ার্ত বর্ণনা দেন, ‘ধোঁয়া আর আগুনের মধ্য দিয়ে তীব্র গতিতে নিচে পড়ে যাচ্ছি। হঠাৎ মনে হলো শরীরটা কোনো কিছুর সঙ্গে লেগে তীব্র ঝাঁকুনি খেল। তারপর আবারও নিচে পড়ে যাই।’

এর পর তিনি ‘এই ধর ধর, এখনও বেঁচে আছে, অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি কুর্মিটোলা হাসপাতালে পাঠা। ’ এমন চিৎকার শুনতে পান তিনি।

এরপর আর কিছুই মনে নেই বলে জানান তিনি।

এভাবেই প্রাণে বেঁচে যাওয়ায় মঙ্গলবার দুপুরে আইসিইউর বেডে শুয়ে মহান আল্লাহতাআলার ও পরিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিজওয়ান।

রিজওয়ান আহমেদ এফআর টাওয়ারের ২১তলার কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত।

রিজওয়ানের শারীরিক অবস্থা শুরুর দিকে আশঙ্কাজনক হলেও বর্তমানে তিনি অনেকটা ঝুঁকিমুক্ত বলে জানান ঢামেক আইসিইউ’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন।

যে কারণে রিজওয়ান বেঁচে গেলেন সে বিষয়ের ব্যাখ্যায় অধ্যাপক ডা. মোজাফফর হোসেন বলেন, ঢামেক আইসিইউ’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন জানান, ‘২১তলা থেকে পড়ে গেলেও তিনি সরাসরি নিচে পড়েননি। তৃতীয় তলায় এসে মোটা ডিশ ও ইলেকট্রিক তারের ওপর আছড়ে পড়ে তার পড়ার গতি কমে যায়। এরপর মাথা নয় পায়ের দিক দিয়ে নিচে পড়েন। যে কারণে তার বাম পা, ডান হাত ও দুই কলারবোন ভেঙে যায়। আগুনের মধ্য দিয়ে পড়ায় তার চেহারাও খানিকটা ঝলসে যায়।’

Bootstrap Image Preview