Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী ব্রীজের পূর্বপাশ্বে হাজিয়ান দীঘিরপাড় এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শহীদুল ইসলাম রায়হান (২২) এর লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে এই এলাকার মৌলানা ইউনুছ আহমদের পুত্র। 

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল দুপুর ১২ টায়  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের উপস্থিতিতে থানার উপপরিদর্শক সুকান্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করেন।

জানা গেছে, দোকানের ভেতর থেকে লাগানো ৩টি তালা খুলতে না পারায় দোকানের ভীতরে ঘুমানো অবস্থায় আগুনে দগ্ধ হয়ে মারা যান ব্যবসায়ী রায়হান।  ওই সময় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি দাফন করা হলেও কিছুদিন পর স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন নিহতের পিতা মৌলানা ইউনূছ। 

এই মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন এবং একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। সর্বশেষ আদালতের নির্দেশে ৩ এপ্রিল দুপুরে কবর থেকে নিহত রায়হানের লাশটি উত্তোলন করেন।

Bootstrap Image Preview