Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাঙ্গু নদীর তীরে হিন্দু সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান অনুষ্ঠিত

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


বান্দরবানে সাঙ্গু  নদীর তীরে ৩ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব গঙ্গা পূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে গঙ্গা পূজা উৎসব উদযাপন কমিটি আর্শিবাদ সঙ্গের আয়োজনে চৌধুরী মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর তীরে দিনব্যাপী গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভজন কীর্তন, মহা প্রসাদ আস্বাদন, গঙ্গা গৌর আরতি, হাজার প্রদীপ নিবেদনের আয়োজন করা হয়। 

এ সময় হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের শত শত পূর্ণার্থীগণ সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরণে ভক্তি নিবেদন করে পুণ্য ও পাপ মুক্তি লাভের আশায় বারুণী স্নানে  অংশ গ্রহণ করে।

প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীর তিথিতে মহাপূন্য লগ্নে গঙ্গা মায়ের পূজা ও বারুণী স্নানের আয়োজন করা হয়ে থাকে। এই পুণ্য তিথিতে গঙ্গাস্নান করলে মানবের সকল প্রকার পাপ মোচন হয়। তাই হিন্দু সম্প্রদায়ের সকল লোকজন এই গঙ্গা পূজা ও বারণীস্নানে অংশ গ্রহণ করে জীব ও জগৎ এর মঙ্গল কামনা করেন। তাই উল্লেখ্য যে গঙ্গা স্নান করলে সর্ব যজ্ঞানুষ্ঠানের ফল লাভ হয়। সত্য যুগের সর্বত্র র্তীথ, যুগের নদী বা কুরু তীর্থ আর কলি কালে কেবল গঙ্গা স্নান পারে মানব জাতীকে পাপ মুক্তির পথ দিতে।

পূজায় এই বছর নাম শ্রবন পরিবেশন করে শুনাবেন ভক্তবৃন্দের মাঝে জগদানন্দ সম্প্রদায় চট্টগ্রাম, শ্রী গুরু চৈতন্য সম্প্রদায় ভোলা, মহানাম সম্প্রদায় চট্টগ্রাম এবং সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক গঙ্গা আরতি। 

Bootstrap Image Preview