Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৩:৩৬ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


রাঙ্গামাটির রাজস্থলীতে সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলিতে ৭ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (০৩ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, গত ১৮ মার্চ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষে সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে নির্বাচনী সরঞ্জাম  নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ৭ জন এ ঘটনায় আহত হন প্রায় চার পুলিশসহ আরো ১৬ জন।

আহতদের মধ্যে ১৪ জনকে বিজিবির হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক, মাচালং ও বাঘাইহাট কেন্দ্র থেকে নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে উপজেলা সদরে আসার পথে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের নয়মাইল এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা পাশের পাহাড় থেকে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপর আহতদের দ্রুত উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পুলিশ আরো জানায়, ভোটকেন্দ্র থেকে উপজেলা সদরে ফেরার পথে একটি চাঁদের গাড়িতে নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্য মিলিয়ে প্রায় ২০-২২ জন ছিলেন। পাশের একটি উঁচু পাহাড় থেকে গাড়িতে গুলি চালালে আরোহীদের সবাই গুলিবিদ্ধ হন। পরে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার পরদিন জানান, তিনটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন শেষে সবাই ফিরছিলেন। তখন তাদের ওপর নয়মাইল এলাকায় সন্ত্রাসী হামলার এ নৃশংস ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এর আগে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ছুফি উল্লাহ বলেন, রাত ৮টা পর্যন্ত আমরা ছয়জন নিহতের খবর পেয়েছি। ভোট গণনা শেষে ফেরার পথে সন্ত্রাসীরা উপজেলার নয়মাইল এলাকায় ঘটনাটি ঘটিয়েছে।

Bootstrap Image Preview