Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুলশানে জঙ্গি হামলায় নিহত ফারাজকে নিয়ে বলিউডে সিনেমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০১:৩৩ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০১:৩৩ PM

bdmorning Image Preview


২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ২০ বছর বয়সী ফারাজ আইয়াজ হোসেন। জঙ্গিরা তাকে ছেড়ে দিতে চাইলেও দুই বন্ধুকে ফেলে আসতে তিনি অস্বীকৃতি জানান। ফলে ফারাজকেও হত্যা করে জঙ্গিরা।

জঙ্গি হামলায় নিহত সেই ফারাজকে নিয়ে চলচ্চিত্র তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলিউড নির্মাতা মহেশ ভাট। জানা যায়, ফারাজ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে ৫ অথবা ৬ এপ্রিল শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা আসবে মহেশ ভাটসহ ছয়-সাতজনের একটি দল। এই দলে ফারাজ চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত এক তরুণ অভিনেতাও থাকবেন। তবে তাঁর নাম জানা যায়নি।

মহেশ ভাটের বিভিন্ন চলচ্চিত্রে লেখক হিসেবে যুক্ত সুরিতা দাস। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তবে ফারাজকে নিয়ে ছবি করব, এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখনো আমরা গবেষণা পর্যায়ে আছি। আরো গবেষণার পর বলা যাবে।’

মহেশ ভাট কিভাবে ফারাজ সম্পর্কে আগ্রহী হলেন সে প্রসঙ্গে সুরিতা জানান, ‘২০১৬ সালে হারমনি ফাউন্ডেশন সাহসিকতার জন্য ফারাজকে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিসে ভূষিত করে। মুম্বাইতে সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন মহেশ ভাট। তখনই তিনি ফারাজ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন।’

Bootstrap Image Preview