Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় পাওয়ারটিলার চাপায় স্কুলছাত্র নিহত

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পাওয়ারটিলার চাপায় ৭ম শ্রেণীর স্কুল ছাত্র রায়হান আহম্মেদ (১৩) নিহত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে দামুড়হুদা উপজেলার পোতারপাড়া গ্রামের ডাক্তার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান নতিপোতা মাধ্যামিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র এবং ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিলাবৃষ্টি হচ্ছিলো। এমন সময় শিশু রায়হান শিল কুড়াতে দৌড়ে বাড়ির পাশে রাস্তার উপর উঠলে একটি পাওয়ারটিলার ধাক্কায় সে রোডের উপর আছড়ে পড়ে। এসময় পাওয়ারটিলারের চাকায় শিশু রায়হান পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাত ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Bootstrap Image Preview