Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন শিবগঞ্জের আতাউর

জিএম মিজান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


বগুড়া জেলার শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ আবারো বগুড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।  

আতাউর রহমান মন্ডল শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উথলী গ্রামের মজিবর রহমানে জৈষ্ঠ্য পুত্র। তার মাতার নাম আনোয়ারা বেগম। তিনি ১৯৮২ সালে শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে পরবর্তীকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রী অর্জন করেন।

তিনি বিএড ও এমএড (প্রশাসন) ডিগ্রী অর্জন করেন। একাধারে তিনি উপজেলা পর্যায়ে ২০০২ সালে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, ২০১৬-২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং ২০১৮ ও ২০১৯ সালে পরপর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।

এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ স্মৃতি সন্মাননা ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক ২০১৮-তে ভূষিত হন। এই প্রধান শিক্ষক বাংলাদেশ স্কাউটের বিভিন্ন প্রশিক্ষণে সফলতার সাথে অংশগ্রহণ করেন। মাস্টার ট্রেইনার সেকায়েপ (ইংরেজী) ও টিআইকিউ-(বাংলা) হিসেবে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে।

আবারো তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এসময় আতাউর রহমান মন্ডল বলেন, আমি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করতে শিবগঞ্জবাসীর সার্বিক সহযোগীতা চাই। 

 

Bootstrap Image Preview