Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ৪ দিনব্যাপী কাব স্কাউট ব্যাজ কোর্সের উদ্বোধন

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৯:৪০ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৯:৪০ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলা কাব স্কাউটের আয়োজনে ৪ দিনব্যাপী কাব স্কাউট ব্যাজ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কাব স্কাউটের সভাপতি রাজিয়া সুলতানা। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা কাব স্কাউটের কমিশনার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কাব স্কাউটের সম্পাদক ও ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মশিউর রহমান, স্কাউট লিডার মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, প্রশিক্ষক আব্দুর রহিম, আব্দুস সালাম, রেজাউল করিম, আবুল কালাম আজাদ ও আব্দুল লতিফ প্রমুখ।  

৪ দিনব্যাপী কাব স্কাউট ব্যাজ প্রশিক্ষণ কোর্সে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।


 

Bootstrap Image Preview