Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আরডিএ'র সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৮:২৭ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৮:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কম দামের জমি বেশি দাম দেখিয়ে ২ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মতিনসহ ৭ জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।

মঙ্গলবার দুপুরে জেলার শেরপুর থানায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

জানা যায়, সরকারের পল্লী জনপথ প্রকল্পের জন্য বরাদ্ধকৃত টাকা থেকে ২ কোটি ৫ লক্ষাধিক টাকা আত্মসাত করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। গ্রাম পর্যায়ে স্বল্প খরচে ফ্ল্যাট নির্মাণের জন্য নেয়া ‘পল্লী জনপদ’ নামে বড় একটি প্রকল্পসহ ২০১২ সাল থেকে নেয়া বেশ কয়েকটি প্রকল্পের নথি, ব্যাংক হিসাব, নিরীক্ষা প্রতিবেদন এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করে দুদক কর্মকর্তারা।

ওইসব নথি ও রেকর্ডপত্র চেয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক এমএ মতিনকে চিঠি দেওয়া হয়।

দুদকের অনুসন্ধানে ৪২৪ কোটি টাকা ব্যয়ে চলমান ‘পল্লী জনপদ’ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ইতিপূর্বে বাস্তবায়ন করা চরজীবিকায়ন প্রকল্পসহ পানি সরবরাহ (ক্ষুদ্র সেচ প্রকল্প), খামার এবং স্কুল প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোও ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন- বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ও পল্লী জনপথ প্রকল্প পরিচালক মাহমুদ হোসেন খান, আরডিএ পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) নজরুল ইসলাম খান, উপ পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক (বাস্তবায়ন) আবিদ হোসেন, উপ পরিচালক শেখ শাহারিয়ার, সহকারী পরিচালক আরিফ হোসেন এবং হিসাব রক্ষক রুনিয়া ইসলাম রুমী। দীর্ঘদিন ধরে তদন্ত শেষে এই মামলা দায়ের করা হয়।

বগুড়ার আরডিএ’র সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এম এ মতিন বলেন, এখনই এ বিষয়ে এখনই কিছু বলবো না। আমি আইনগত ভাবে এই অভিযোগের মোকাবেলা করবো। আর প্রকল্পের টাকা আত্মসাত কিংবা কোন অনিয়ম করা হয়নি।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর ইসলাম জানান, অনিয়ম করে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার শেরপুর থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় আরডিএ বগুড়ার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক এমএ মতিনসহ একই প্রতিষ্ঠানের ৭ কর্মকর্তা রয়েছে।

Bootstrap Image Preview