Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খেলা নিয়ে চরম দ্বন্দ্ব, জয় পেল আশরাফুলের দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৫:৫৭ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview


চলতি ডিপিএলে সাভার বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছিলো ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু উইকেট অযোগ্য বলে খেলা 'বয়কট' করেছে ব্রাদার্স।

প্রথমে টসে জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ব্রাদার্স। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৬ রান করে মোহামেডান। 

৩১৭ রানের লক্ষে ব্যাটিংয়ে যখন নামবে ব্রাদার্স ঠিক তখনই মুষলধারে শিলা বৃষ্টি নামে। যার ফলে উইকেট ঢেকে রাখা কাভার ফুটো থাকায় পানি প্রবেশ করে উইকেটে। যার কারণে উইকেট খেলার অযোগ্য হয়ে পড়ে বলে অভিযোগ ব্রাদার্স খেলোয়াড় ও কর্মকর্তাদের। 

বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়ন ভেজা উইকেটের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তাঁর ভাষায়, উইকেট ঢাকা দেয়া কাভার মানসম্মত না থাকায় উইকেট ভিজে গিয়েছে।

এই বিষয়ে বিকেএসপিতে বেশ কিছুক্ষণ হাঙ্গামা হয়। ব্রাদার্স খেলতে রাজি না হওয়ায় মোহামেডানকে দুই পয়েন্ট দেয়ার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।   

Bootstrap Image Preview